Sunday, August 30, 2015

কৃষি প্রশ্ন উপ সহকারী কৃষি নিয়োগ প্রস্তুতি প্রশ্ন-02

** বাংলাদেশে ছাগল প্রজনন কেন্দ্র----- সিলেট।
** যমুনা পাড়ি ছাগলের অপর নাম----- রাম ছাগল।
** বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র----- বাগেরহাট।
** গো বসন্ত হচ্ছে----- গবাদিপশুর রোগ।
** বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র----- কক্সবাজার।
** গলদা চিংড়ি চাষ করা হয়----- স্বাদু পানিতে।
** বাগদা চিংড়ি চাষ করা হয়----- লোনা পানিতে।
** ইলিশ মাছের পোনাকে বলা হয়----- জাটকা।
** ইলিশ মাছ গবেষেণা কেন্দ্র----- চাঁদপুর।
** মুখে ডিম রেখে বাচ্চা ফুটায়----- তেলাপিয়া মাছ।

কৃষি প্রশ্ন উপ সহকারী কৃষি নিয়োগ প্রস্তুতি প্রশ্ন-01

** বাংলাদেশের মোট বিভাগ---7টি।
** বাংলাদেশের মোট জেলা---64টি।
** বাংলাদেশের সর্বশেষ জেলা (প্রস্তাবিত)--- ভৈরব (65 তম)।
** বাংলাদেশে মোট থানার সংখ্যা---636 টি। 
** বাংলাদেশে উপজেলার সংখ্যা--- 489টি।
** বাংলাদেশের মোট পৌরসভা--- 319টি।
** বাংলাদেশের মোট ইউনিয়ন সংখ্যা--- 4562টি।
** বাংলাদেশে রেলওয়ে থানা--- 21টি।
** বাংলাদেশে নৌ থানা--- 4টি।